৩০০ ফিলিস্তিনি বন্দির অবস্থা শোচনীয়, হাসপাতালে ভর্তি
(last modified Fri, 26 May 2017 22:32:52 GMT )
মে ২৭, ২০১৭ ০৪:৩২ Asia/Dhaka
  • ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি (ফাইল ছবি)
    ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি (ফাইল ছবি)

ইহুদিবাদী ইসরাইলের কারাগারে অনশনরত অন্তত ৩০০ ফিলিস্তিনি বন্দির অবস্থা শোচনীয় হয়ে পড়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের মুখপাত্র আমানি সারাহানা এ তথ্য জানিয়ে বলেছেন, গত দুই দিনে এসব বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ৪০ দিন আগে থেকে যেসব ফিলিস্তিনি বন্দি অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছিলেন তাদের মধ্য থেকে এই ৩০০ বন্দি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন।

ফিলিস্তিনি কারাগারের মানবেতর পরিস্থিতি, বিনা বিচারে আটক এবং আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারার প্রতিবাদ জানিয়ে গত ১৭ এপ্রিল থেকে অনশন ধর্মঘট শুরু করেন এক হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি।

এদিকে, আন্তর্জাতিক রেডক্রস কমিটি অনশনরত ফিলিস্তিনি বন্দিদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। রেড ক্রসের চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক কমিটির প্রধান গ্যাব্রিয়েল সালাজার এ হুঁশিয়ারি উচ্চারণ করার পাশাপাশি বলেছেন, তাদের চিকিৎসকরা অনশনরত ফিলিস্তিনিদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭