নেতানিয়াহু যাবেন তাই আফ্রিকান শীর্ষ সম্মেলন বর্জন করলেন মরক্কোর রাজা
-
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মাদ
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মাদ পশ্চিম আফ্রিকান নেতাদের আসন্ন শীর্ষ সম্মেলন বর্জন করবেন বলে সংবাদ মাধ্যমে খবর পাওয়া গেছে। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে যোগ দেয়ার পরিপ্রেক্ষিতে তা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মাদ পশ্চিম আফ্রিকান নেতাদের আসন্ন শীর্ষ সম্মেলন বর্জন করবেন। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্মেলনে যোগ দেয়ার কথা থাকায় সম্মেলন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন মরক্কোর রাজা। ইকনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেট বা ইকোওয়াসের শীর্ষ সম্মেলন আগামীকাল লাইবেরিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পশ্চিম আফ্রিকান জোটের এ সম্মেলনে যোগ দেয়ার প্রাথমিক আমন্ত্রণপত্র গ্রহণ করেছিলেন মরক্কোর রাজা। কিন্তু পরবর্তীতে এ জোট ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনাকাঙ্ক্ষিতভাবে আমন্ত্রণ জানানোর কারণে সেখানে যেতে অস্বীকৃতি জানান তিনি। ইসরাইলের সাথে মরক্কোর কূটনৈতিক সম্পর্ক নেই। মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমবারের মতো এ শীর্ষ সম্মেলনে কোনো ধরনের উত্তেজনা এবং বিতর্কের মধ্যদিয়ে যোগ দিতে চাইছেন না রাজা ষষ্ঠ মোহাম্মাদ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গত কয়েকদিন ধরে ইকোওয়াসের সদস্য রাষ্ট্রগুলো শীর্ষ সম্মেলনে তাদের প্রতিনিধি পাঠানোর সংখ্যা সীমিত করেছেন। সেখানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর বিষয়টি মেনে নিতে পারছে না ওইসব দেশ। এমনকি নেতানিয়াহুর যোগদানে তারা হতবাক হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।১৫ সদস্যের আফ্রিকান অর্থনৈতিক জোট ইকোওয়াস'র সদস্য নাইজার এবং মালির সাথেও ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। #
পার্সটুডে/বাবুল আখতার/৩