জুন ০৯, ২০১৭ ১২:৫২ Asia/Dhaka
  • ইউসুফ আল-কারজাভি
    ইউসুফ আল-কারজাভি

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী চারটি আরব দেশ সন্ত্রাসবাদীদের নামের যে তালিকা প্রকাশ করেছে তাতে ইখওয়ানুল মুসলিমিনের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল-কারজাভির নাম রয়েছে। এ তালিকায় তিনি ছাড়া আরো রয়েছে ৫৮ ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের নাম।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর আজ (শুক্রবার) এ তালিকা প্রকাশ করেছে। তালিকা প্রকাশের মধ্যদিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলমান টানাপড়েন আরো জোরদার হবে।

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আস-সাবাহ যখন চলমান বিবাদ নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছেন তখন এ তালিকা প্রকাশ করা হলো।

তালিকায় সন্ত্রাসবাদী হিসেবে কাতারের ১৮ নাগরিকের নাম রয়েছে। এছাড়া, সন্ত্রাসবাদীদের তহবিল যোগানোর অভিযোগে এতে ঠাঁই পেয়েছে কাতারের খ্যাতনামা ব্যবসায়ী, রাজনীতিবিদ, রাজপরিবারের প্রবীণ সদস্য এবং সাবেক এক মন্ত্রীর নাম।

এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং মিশরের ইখওয়ানুল মুসলেমিনকে কালো তালিকাভূক্ত করেছে সৌদি সরকার। এছাড়া, হামাস ও ইখওয়ানকে সমর্থন দেয়ার অভিযোগে সম্প্রতি কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদিসহ কয়েকটি দেশ।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/৯   

 

ট্যাগ