৪ সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিল ইয়েমেনের আদালত
(last modified Tue, 11 Jul 2017 02:30:58 GMT )
জুলাই ১১, ২০১৭ ০৮:৩০ Asia/Dhaka
  • ৪ সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিল ইয়েমেনের আদালত

ইয়েমেনের ১৪ সৈন্যকে হত্যার দায়ে চার সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সানার একটি আদালত। তিন বছর আগে সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সদস্য এসব সৌদি নাগরিক ১৪ ইয়েমেনি সৈন্যকে গলা কেটে হত্যা করে।

ইয়েমেনের ১৪ সৈন্যকে হত্যার দায়ে চার সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সানার একটি আদালত। তিন বছর আগে সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সদস্য এসব সৌদি নাগরিক ১৪ ইয়েমেনি সৈন্যকে গলা কেটে হত্যা করে।

ইয়েমেনের বিশেষ অপরাধ আদালতের রায়ে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা আল-কায়েদা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখার সদস্য। ২০১৪ সালর আগস্ট মাসে ইয়েমেনের হাদরামাউত অঞ্চলের সাইয়ুন শহরে মোতায়েন সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় আল-কায়েদা নেটওয়ার্ক। সেখানে তারা ইয়েমেনের ১৪ সেনাকে গলা কেটে হত্যা করে।

সানা’র বিশেষ আদালতের বিচারক মোহাম্মাদ মোফলেহ তার রায়ে আরো বলেছেন, অভিযুক্ত সৌদি নাগরিকদের মৃত্যুদণ্ড জনসমক্ষে এবং নিহত ইয়েমেনি সেনাদের পরিবারের সদস্যদের উপস্থিতি কার্যকর করতে হবে।

ইয়েমেন ও সৌদি আরবকে কেন্দ্র করে ২০০৯ সালে আল-কায়েদা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা গঠিত হয়। এরপর থেকে এই নেটওয়ার্ক ইয়েমেনের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে। বিশেষ করে ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে সৌদি আগ্রাসন শুরু হওয়ার পর এই হামলা বহুগুণে বেড়ে যায়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১

ট্যাগ