আল-আকসা মসজিদ বন্ধের পরিণত হবে ভয়াবহ: ইরান
(last modified Sun, 16 Jul 2017 00:12:29 GMT )
জুলাই ১৬, ২০১৭ ০৬:১২ Asia/Dhaka
  • বন্ধ থাকার কারণে শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হতে পারেনি
    বন্ধ থাকার কারণে শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হতে পারেনি

মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, এই কাজের ‘পরিণতি ভয়াবহ’ হতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ওই নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি মুসলমানদের নামাজ আদায় করতে না দিয়ে ইহুদিবাদী ইসরাইল মানবাধিকার ও মানবিক বিষয়ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি সব ধরনের আগ্রাসন ও অপরাধযজ্ঞ চালানোর পর এবার ইহুদিবাদী সরকার ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতায়ও হস্তক্ষেপ করেছে। এটি একটি বিপজ্জনক পদক্ষেপ যার পরিণতি হবে ভয়াবহ।

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের পূর্ব জেরুজালেম আল-কুদসে অবস্থিত মসজিদটির আঙিনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইহুদিবাদী ইসরাইল গত শুক্রবার আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়। ওই সংঘর্ষে তিন ফিলিস্তিনি ও দুই ইসরাইলি পুলিশ কর্মকর্তা নিহত হয়।

ওই ঘটনার পর ইহুদিবাদী সরকার আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়ে জেরুজালেম আল-কুদসের গ্রান্ড মুফতি শেখ মুহাম্মাদ হুসেইনকে আটক করে। মসজিদ বন্ধ থাকার কারণে শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হতে পারেনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬

ট্যাগ