মসুল থেকে শত শত দায়েশ সন্ত্রাসী আটক
https://parstoday.ir/bn/news/west_asia-i42192-মসুল_থেকে_শত_শত_দায়েশ_সন্ত্রাসী_আটক
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ২৫০ জঙ্গিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নয় মাসের অভিযানে ওই নগরী পুরোপুরি দায়েশ মুক্ত হওয়ার কয়েকদিন পর এ খবর দিয়েছে ইরাকের যৌথ কমান্ড।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৬, ২০১৭ ০৮:২৫ Asia/Dhaka
  • সেনাবাহিনীর হাতে আটক এক দায়েশ জঙ্গি (ফাইল ছবি)
    সেনাবাহিনীর হাতে আটক এক দায়েশ জঙ্গি (ফাইল ছবি)

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ২৫০ জঙ্গিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নয় মাসের অভিযানে ওই নগরী পুরোপুরি দায়েশ মুক্ত হওয়ার কয়েকদিন পর এ খবর দিয়েছে ইরাকের যৌথ কমান্ড।

ইরাকের নিরাপত্তা বাহিনীগুলোর যৌথ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর হাতে মসুলের পতনের পর শত শত বন্দি ভূগর্ভস্থ টানেলে আশ্রয় নিয়েছিল। এসব টানেল শনাক্ত করার পর তাদেরকে আটক করা হয়। আটক জঙ্গিদের মধ্যে দায়েশের বেশ কয়েকজন কমান্ডার রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি গত ১০ জুলাই দায়েশের হাত থেকে মসুল শহর পুনরুদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এদিকে, ইরাক-সিরিয়া সীমান্তে দায়েশ জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইরাকের সেনাবাহিনী।  পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশের আল-কায়েম এলাকায় দায়েশ জঙ্গিরা তৎপর রয়েছে বলে গোপন সূত্রে খবর পাওয়ার পর তাদের চারটি অবস্থানে বোমাবর্ষণ করেছে ইরাকি জঙ্গিবিমান। এসব হামলায় বেশ কিছু সন্ত্রাসী নিহত ও তাদের অস্ত্র ও গোলাবরুদ ধ্বংস হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬