আল-আকসা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব
(last modified Sun, 23 Jul 2017 00:02:12 GMT )
জুলাই ২৩, ২০১৭ ০৬:০২ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদে ইহুদিবাদী নিরাপত্তা বাহিনীর আগ্রাসন
    আল-আকসা মসজিদে ইহুদিবাদী নিরাপত্তা বাহিনীর আগ্রাসন

আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী তৎপরতাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র উত্তেজনা প্রশমনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে মিশর, ফ্রান্স ও সুইডেন।

জাতিসংঘে নিযুক্ত সুইডিশ কূটনীতিক কার্ল স্কাউ এ খবর জানিয়ে বলেছেন, অবিলম্বে জেরুজালেমে উত্তেজনা কমিয়ে আনার উপায় নিয়ে নিরাপত্তা পরিষদের উচিত জরুরি আলোচনায় মিলিত হওয়া।

তিন দেশের পক্ষ থেকে আহ্বান জানানোর পর পূর্ব জেরুজালেম আল-কুদসের  চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আগামীকাল (সোমবার) রুদ্ধদ্বার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসরাইলি কড়াকড়িতে আল-আকসা মসজিদে ঢুকতে না পেরে মসজিদের প্রবেশদ্বারের বাইরে নামাজ আদায় করছেন ফিলিস্তিনি মুসলমানরা

অধিকৃত ফিলিস্তিনে শুক্রবার ইহুদিবাদী সেনাদের গুলিতে অন্তত চার ফিলিস্তিনি শহীদ হওয়ার পর ইসরাইল-ফিলিস্তিনি উত্তেজনা তুঙ্গে ওঠে। পূর্ব জেরুজালেম আল-কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে প্রবেশের ওপর তেল আবিব ব্যাপক কড়াকড়ি আরোপ করার পর এ উত্তেজনা শুরু হয়।

আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপের প্রতিবাদে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩

ট্যাগ