ফিলিস্তিনিদের ৪টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৪টি বাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনিদের মান সংবাদ সংস্থা জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে ইসরাইলি সেনারা দেইর আবু মাশাল গ্রামে ফিলিস্তিনিদের তিনটি বাড়ি এবং রামাল্লার সিলওয়াদ গ্রামে একটি বাড়ি ভেঙে দিয়েছে।
গত মাসে দেইর আবু মাশাল গ্রামের তিনটি পরিবার ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে নিজেদের বাড়ি-ঘর ভেঙে দেয়ার নোটিস পায়। পূর্ব জেরুজালেম আল কুদসের পুরাতন শহরের দামাস্কাস গেইটের কাছে ইসরাইলি সেনাদের ওপর হামলায় ওইসব পরিবারের যুবকরা অংশ নেয়ার অপরাধে তাদের বাড়ি-ঘর ভেঙে ফেলা হয়েছে বলে তেল আবিবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। হামলায় এক ইসরাইলি পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি তিন ফিলিস্তিনি শহীদ হন।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, ৫০টি সামরিক যান এবং একধাকি বুলডোজার দিয়ে ইসরাইলি বাহিনী ওই গ্রামে অভিযান চালায়। এছাড়া, অভিযানের সময় কয়েকটি ড্রোন গ্রামের ওপর দিয়ে বার বার চক্কর দিতে থাকে।
দেইর আবু মাশাল গ্রামে ওইসব বাড়ি-ঘর ভেঙে ফেলার ফলে ২২ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছে।যদিও ওইসব ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ সংঘঠনের অভিযোগ নেই। ফিলিস্তিনের কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এ খবর দিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১০