এ মিছিল শান্তির পক্ষে
(last modified Sun, 27 Aug 2017 13:03:38 GMT )
আগস্ট ২৭, ২০১৭ ১৯:০৩ Asia/Dhaka
  • বার্সেলোনা শহরে অন্তত পাঁচ লাখ মানুষের মিছিল
    বার্সেলোনা শহরে অন্তত পাঁচ লাখ মানুষের মিছিল

স্পেনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও  নিন্দা করার জন্য বার্সেলোনা শহরে অন্তত পাঁচ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছে।  সম্প্রতি বার্সেলোনা শহরে গাড়ি চাপা দিয়ে সন্ত্রাসীরা অন্তত ১৪ জনকে হত্যা করে।

ওই ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য দেখাতে সর্বস্তরের মানুষ বার্সেলোনা ও  ক্যামব্রিল শহরে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে যোগ দেয়। শান্তি মিছিলের সামনে ছিলেন জরুরি বিভাগের কর্মী, পুলিশ কর্মকর্তা, ফায়ার সার্ভিসের লোকজন এবং শহরের সরকারি কর্মকর্তারা। আয়োজকরা বলছেন, এ মিছিলের প্রধান উদ্দেশ্য ছিল সন্ত্রাসীদেরকে এই বার্তা দেয়া যে, সন্ত্রাসের ওপর শান্তির বিজয় অনিবার্য এবং এ শহর বহুজাতির লোকজনকে ধারণ করতে পারে।

মিছিলে অংশ নেয়া লোকজনের হাতে নানা রঙের ব্যানার ও ফেস্টুন ছিল যাতে শান্তির পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ছিল। এর মধ্যে ইসলামভীতি নয় বরং শান্তিই হচ্ছে বড় জবাব- এমন স্লোগান লেখা পোস্টারও দেখা গেছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭

 

ট্যাগ