‘সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে আমেরিকা’
(last modified Mon, 11 Sep 2017 17:58:19 GMT )
সেপ্টেম্বর ১১, ২০১৭ ২৩:৫৮ Asia/Dhaka
  • ‘সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে আমেরিকা’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দামেস্কের সঙ্গে সমন্বয় না করে সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে আমেরিকা। সিরিয়ায় বিদেশী শক্তিগুলোর অভিযান পরিচালনা সম্পর্কে মন্তব্য করতে যেয়ে আজ(সোমবার) এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সিরিয়ার বৈধ সরকারের অনুমতি ছাড়া যারা দেশটির মাটিতে বা আকাশসীমার মধ্যে তৎপরতা চালাচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন তারা সবাই।

মার্কিন একটি বিমান ঘাঁটির ফাইল ছবি

রাশিয়া এ বিষয়ে বারবার পরিষ্কার অবস্থান প্রকাশ করেছে বলেও জানান তিনি। রাশিয়া দামেস্কের সরাসরি আমন্ত্রণে সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া, ইরান ও হিজবুল্লাহ একই ভাবে তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।

সিরিয়ার ভূমিতে আমেরিকার উপস্থিতিকে অবৈধ হিসেবে উল্লেখ করে দেশটি থেকে মার্কিনীদের প্রত্যাহারের আহ্বান গতকাল  জানিয়েছিলেন দামেস্কর উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেখদাদ। মেখদাদের আহ্বানের বিষয়ে মন্তব্য করতে যেয়ে জর্দানের রাজধানী আম্মানে আজ এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ল্যাভরভ।

তিনি বলেন, সন্ত্রাসীদের পরাজিত করা, গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করা এবং সংকটের রাজনৈতিক সমাধান নিশ্চিত করাকে লক্ষ্য হিসেবে নিয়ে দামেস্কের সঙ্গে সহযোগিতা করছে মস্কো। 

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আহ্বানে ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া বিমান অভিযানে নেমেছে রাশিয়া। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া।

অন্যদিকে ২০১৪ সাল ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ৬০ দেশের জোট সন্ত্রাসীদের বিরুদ্ধে কথিত বিমান অভিযান চালিয়ে যাচ্ছে। এ জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা দামেস্কের সম্মতি নেয়ার কোনো তোয়াক্কাই করেনি এ জোট।

পার্সটুডে/মূসা রেজা/১১

 

ট্যাগ