অধিকৃত গোলানে ট্যাংক উল্টে পদস্থ কর্মকর্তাসহ ২ ইসরাইলি সেনা নিহত
(last modified Wed, 27 Sep 2017 11:54:10 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৭:৫৪ Asia/Dhaka
  • অধিকৃত গোলানে ট্যাংক উল্টে পদস্থ কর্মকর্তাসহ ২ ইসরাইলি সেনা নিহত

ইহুদিবাদী ইসরাইলের দখলীকৃত গোলান মালভূমিকে একটি মারকাভা ট্যাংক উল্টে পদস্থ সেনা কর্মকর্তাসহ দুই সৈন্য নিহত এবং চার জন আহত হয়েছে।

আল আহাদ ওয়েবসাইটের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, আজ (বুধবার) মারকাভা ট্যাংক উল্টে এক পদস্থ সেনা কর্মকর্তাসহ দুই ইসরাইলি সেনা নিহত হয়। এ ঘটনায় চার ইহুদিবাদী সেনা আহত হয়েছে বলেও জানানো হয়েছে। খবরে ট্যাংক উল্টে যাওয়ার কারণ উল্লেখ করা হয়নি।

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত গোলান মালভূমিকে বিশ্বের অন্যতম স্পর্শকাতর অঞ্চল হিসেবে গণ্য করা হয়। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ এ অঞ্চলের অংশবিশেষ দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল।#

পার্সটুডে/মূসা রেজা/২৭

 

ট্যাগ