সিরিয়ার কুনেইত্রায় সন্ত্রাসী হামলা: ৯ জন নিহত,আহত ৩২
নভেম্বর ০৩, ২০১৭ ১৮:৫৬ Asia/Dhaka
-
কুনেইত্রা
সিরিয়ার কুনেইত্রা প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে,আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিরিয়ার হাজের শহরে আজ গাড়ি বোমা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বোমা বাহিত ওই গাড়িটি অধিকৃত ফিলিস্তিন সীমান্তের লাল টিলা এলাকা দিয়ে কুনেইত্রায় প্রবেশ করেছে। বিস্ফোরণের পর আন-নুসরা সন্ত্রাসীরা হাজের শহরে হামলা চালায়।
কুনেইত্রার বহু গ্রামে এবং শহরে আন-নুসরা সন্ত্রাসীরা রয়েছে। তাদের সার্বিক মদদ দিয়ে যাচ্ছে ইহুদিবাদি ইসরাইল।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৩
ট্যাগ