যুদ্ধ ঘোষণার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করল সৌদি আরব
(last modified Tue, 07 Nov 2017 07:02:04 GMT )
নভেম্বর ০৭, ২০১৭ ১৩:০২ Asia/Dhaka
  • সামের আশ-শাবান
    সামের আশ-শাবান

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য অভিযুক্ত করেছে রিয়াদ। গতকাল (সোমবার) আল-আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন পারস্য উসাগরীয় অঞ্চল বিষয়ক সৌদি প্রতিমন্ত্রী সামের আশ-শাবান।

সাক্ষাৎকারে তিনি বলেন, হিজবুল্লাহর তৎপরতাকে সৌদি আরবের বিরুদ্ধে লেবাননের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু না বলে লেবানন সরকারকে হিজবুল্লাহর পক্ষ থেকে সৃষ্ট এই ‘ঝুঁকি’ অনুধাবন করার আহ্বান জানান।

গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি নিজের পদত্যাগের ঘোষণা দেন। সামের আশ-শাবান তার সাক্ষাৎকারে এ বিষয়টিও উল্লেখ করেছেন।

হিজবুল্লাহ মহাসচিব সাই্যয়েদ হাসান নাসরুল্লাহ

এর আগে এক টুইটার বার্তায় শাবান বলেন, “সাদ হারিরির পদত্যাগের পর লেবানন কোনো অবস্থায়ই আগের মতো থাকবে না। আমরা হিজবুল্লাহকে কোনোভাবেই আমাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের প্লাটফর্ম গড়ে তুলতে দেব না। এখন হিজবুল্লাহর নেতাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাবেন নাকি শান্তির পথ বেছে নেবেন।”

রোববার হিজবুল্লাহ মহাসচিব সাই্যয়েদ হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেছেন, সৌদি আরবের চাপের মুখে সাদ হারিরি পদত্যাগ করেছেন। এরপর সামের আশ-শাবান হিজবুল্লাহর বিরুদ্ধে এসব মন্তব্য করলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭