‘আরব বিশ্বের নেলসন ম্যান্ডেলা’র মুক্তির আদেশ দিল ফ্রান্সর আদালত
https://parstoday.ir/bn/news/event-i143806-আরব_বিশ্বের_নেলসন_ম্যান্ডেলা’র_মুক্তির_আদেশ_দিল_ফ্রান্সর_আদালত
ফ্রান্সের একটি আদালত ৪০ বছর কারাভোগের পর ‘আরব বিশ্বের নেলসন ম্যান্ডেলা’ খ্যাত লেবাননের প্রতিরোধ যোদ্ধা জর্জ ইব্রাহিম আব্দুল্লাহকে মুক্তির নির্দেশ দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৬, ২০২৪ ১০:৩৫ Asia/Dhaka
  • ‘আরব বিশ্বের নেলসন ম্যান্ডেলা’র মুক্তির আদেশ দিল ফ্রান্সর আদালত

ফ্রান্সের একটি আদালত ৪০ বছর কারাভোগের পর ‘আরব বিশ্বের নেলসন ম্যান্ডেলা’ খ্যাত লেবাননের প্রতিরোধ যোদ্ধা জর্জ ইব্রাহিম আব্দুল্লাহকে মুক্তির নির্দেশ দিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে মার্কিন ও ইসরাইলি গুপ্তচরদের হত্যা করার দায়ে ১৯৮৪ সালে প্যারিসের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পশ্চিম ইউরোপের কোনো দেশের কারাগারে সর্বাধিক সময় ধরে কারাবন্দি ছিলেন এই প্রতিরোধ যোদ্ধা।

ফ্রান্সের বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জর্জ আব্দুল্লাহকে এত দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়। এর আগে অন্তত তিনবার বিচার বিভাগ তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া সত্ত্বেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত গতকাল (শুক্রবার) ফ্রান্সের একটি আদালত তাকে আগামী ৬ ডিসেম্বর কারাগার থেকে মুক্ত করার নির্দেশ দিয়ে বলেছে, মুক্তি পাওয়ার পর তাকে ফ্রান্স ত্যাগ করতে হবে এবং আর কখনও তিনি দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

আব্দুল্লাহ ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ ফ্রন্ট যথাক্রমে পিএফএলপি ও এলএআরএফের সদস্য ছিলেন। ওই দু’টি সংগঠনই পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়।  ১৯৮২ সালের আব্দুল্লাহর প্রতিরোধ ফ্রন্ট প্যারিসে একাধিক ইসরাইলি ও মার্কিন গুপ্তচরকে হত্যার দায়িত্ব স্বীকার করে। এলএআরএফ ঘোষণা করে, ইসরাইল লেবাননে আগ্রাসন চালিয়েছে বলে এসব গুপ্তচরকে হত্যা করে তারা আইনসম্মত কাজই করেছে।

জর্জ আব্দুল্লাহর বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণ না হওয়া সত্ত্বেও ১৯৮৭ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে তার আইনজীবী গোপনে তার বিপক্ষে এবং প্যারিস সরকারের পক্ষে কাজ করার কথা স্বীকার করেন।

গত তিন দশকে বহুবার তাকে মুক্তি দেয়ার জন্য আদালত নমনীয়তা দেখিয়েছে কিন্তু সরকারি হস্তক্ষেপে সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। মার্কিন সরকার তার মুক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত এবার ১১তম বারে তার মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়। তবে তারপরও ফ্রান্সের সন্ত্রাসবিরোধী সরকারি আইনজীবী বলেছেন, তিনি আব্দুল্লাহর মুক্তির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। #

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।