সাদ হারিরিকে অপহরণ করা হয়েছে: লেবাননের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i48353-সাদ_হারিরিকে_অপহরণ_করা_হয়েছে_লেবাননের_প্রেসিডেন্ট
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, তার দেশের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরব অপহরণ করেছে। এখন তাকে অবশ্যই সেখান থেকে মুক্তি দিতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১২, ২০১৭ ০১:০৭ Asia/Dhaka
  • লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন
    লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, তার দেশের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরব অপহরণ করেছে। এখন তাকে অবশ্যই সেখান থেকে মুক্তি দিতে হবে।

লেবাননের রাজধানী বৈরুতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট আউন এ কথা বলেছেন এবং শনিবার দেশটির একজন সরকারি কর্মকর্তা বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তবে ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে চান নি।

সৌদি আরব থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন সাদ হারিরি (এক সপ্তাহ আগের ছবি)

এদিকে, প্রেসিডেন্ট মিশেল আউনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাদ হারিরির পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী সাদ হারিরি সন্দেহজনক পরিস্থিতির মধ্যে বাস করছেন। তার এই রহস্যজনক অবস্থানের কারণে সাদ হারিরি যা কিছু বলেছেন বা বলতে পারেন তাতে বাস্তবতার কোনো চিত্র প্রতিফলিত হবে না।

প্রেসিডেন্ট আউন বলেন, সৌদি আরবকে পরিষ্কার করতে হবে- গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেয়ার পরও কেন হারিরি দেশে ফেরেন নি। দেশের প্রধানমন্ত্রী এমন বাজে অবস্থানের মধ্যে থাকবেন- লেবানন তা মানতে পারে না এবং এটা আন্তর্জাতিক চুক্তি ও মানসম্মত আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১