আরব লীগের বিবৃতি বিপ্লবী তিউনিশিয়ার কপালে কলঙ্কচিহ্ন: বলছেন এমপিরা
-
আরব লীগের বৈঠক (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে সম্প্রতি আরব লীগ যে বিবৃতি গ্রহণ করেছে তা নাকচ করেছেন তিউনিশিয়ার একদল সংসদ সদস্য। তারা তিউনিশিয়ার সরকারকে সৌদি সমর্থিত এ বিবৃতি প্রত্যাখান করার আহ্বান জানিয়েছেন।
গত রোববার মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের সদস্য দেশগুলো বৈঠকে বসে এবং ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনার জন্য সৌদি আরব অনুরোধ করে। বৈঠক শেষে চূড়ান্ত বিবৃতিতে বলা হয়- আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইরান এবং হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করা হয়।
আরব লীগের এ বিবৃতির নিন্দা জানিয়ে ৪১ জন সংসদ সদস্য একটি পাল্টা বিবৃতিতে সই করেছেন এবং সৌদি সমর্থিত বিবৃতি থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের জন্য তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহকে অভিযুক্ত করে আরব লীগের যে বিবৃতি প্রকাশ করেছে তা মূলত লেবাননের জনগণের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর পাঁয়তারা। মুবারাকা আল-ব্রাহিমি নামের একজন সংসদ সদস্য বলেন, আরব লীগের এ বিবৃতি হচ্ছে বিপ্লবী তিউনিশিয়ার কপালে কলঙ্কচিহ্ন এবং তিউনিশিয়া বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪