ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনে পশ্চিমা দেশগুলোর ভূমিকা
(last modified Thu, 28 Dec 2017 10:02:32 GMT )
ডিসেম্বর ২৮, ২০১৭ ১৬:০২ Asia/Dhaka

স্পেন সরকার ২০১৭ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবের কাছে ১৪ কোটি ১০ লাখ ডলারের সমরাস্ত্র রপ্তানি করেছে। এই নিয়ে ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত রিয়াদের কাছে ৭২ কোটি ৮০ লাখ ডলারের সমরাস্ত্র রপ্তানি করল মাদ্রিদ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইয়েমেনের ওপর সৌদি আরবের পাশবিক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির কাছে আর অস্ত্র বিক্রি না করতে স্পেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসনে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে ইউরোপের মানবাধিকার সংগঠনগুলোই বহুবার ঘোষণা করেছে। কিন্তু তারপরও স্পেনসহ অন্যান্য ইউরোপীয় দেশ রিয়াদকে মারণাস্ত্র সরবরাহ করে যাচ্ছে যেগুলো সরাসরি ইয়েমেনের গণহত্যায় ব্যবহার করছে সৌদি সরকার।

২০১৭ সালের ৩০ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত এক প্রস্তাবে সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রি নিষিদ্ধ করা হয়। এর কারণ হিসেবে সুস্পষ্টভাবে বলা হয়, সৌদি আরব এসব অস্ত্র ইয়েমেনে ব্যবহার করছে বলে তা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে।

কিন্তু যেসব ইউরোপীয় দেশ বর্তমানে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি করছে তাদের দাবি, তাদের কাছ থেকে কেনা অস্ত্র ইয়েমেনের নিরীহ মানুষকে হত্যার কাজে ব্যবহার করছে না সৌদি আরব।

স্পেনের বাণিজ্য সচিব ম্যারিসা পনসেলা গত মাসে বলেছেন, সৌদি সরকার মাদ্রিদকে এই আশ্বাস দিয়েছে যে, স্পেনের কাছ থেকে কেনা অস্ত্র সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার কাজে ব্যবহৃত হবে এবং দেশের বাইরে ব্যবহার করা হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, স্পেনের কাছ থেকে কেনা নানা ধরনের বোমা, কামান ও মর্টারের শেল ইয়েমেনে ব্যবহার করছে রিয়াদ।

বর্তমানে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও স্পেনের মতো ইউরোপের বৃহৎ দেশগুলো সৌদি আরবের কাছে শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রি করে যাচ্ছে।

ইউরোপের মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে যেসব শর্তে সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হয়েছে তা লঙ্ঘন করে যাচ্ছে রিয়াদ। কিন্তু এসব সংগঠনের আহ্বান সত্ত্বেও ইউরোপীয় দেশগুলো রিয়াদের কাছে তাদের মারণাস্ত্র বিক্রি বন্ধ তো করেইনি উল্টো অস্ত্র রপ্তানি বাড়িয়ে দিয়েছে।

রাশিয়ার প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার সের্গেই সাইবেরিবোভ বলেছেন, ইয়েমেন যুদ্ধ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে আমেরিকা ও ব্রিটেন।

মানবাধিকারের কথিত রক্ষক পশ্চিমা সরকারগুলো সৌদি আরবকে সমরাস্ত্র সরবরাহ করে একদিকে আর্থিকভাবে ব্যাপক লাভবান হচ্ছে এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থক একটি রাজতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করছে।

পশ্চিমা দেশগুলোর এই আচরণ মানবাধিকারের ব্যাপারে তাদের দ্বিমুখী নীতিকে আগের চেয়ে আরো বেশি স্পষ্ট করে তুলেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮

 

ট্যাগ