সিরিয়ায় সন্ত্রাসীদের কাছে নিয়ে যাওয়ার সময় মার্কিন অস্ত্র আটক
(last modified Tue, 23 Jan 2018 12:49:41 GMT )
জানুয়ারি ২৩, ২০১৮ ১৮:৪৯ Asia/Dhaka
  • সিরিয়ায় সন্ত্রাসীদের কাছে নিয়ে যাওয়ার সময় মার্কিন অস্ত্র আটক

সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে গোতা এলাকায় মার্কিন অস্ত্রসহ একটি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুন নুসরার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। সিরিয়ার আল-মায়াদিন টিভি চ্যানেল আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জর্ডান সীমান্ত দিয়ে এসব মার্কিন অস্ত্র সিরিয়ায় প্রবেশ করেছে। 

এদিকে, সিরিয়ার সেনাবাহিনী লাতাকিয়া প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুন নুসরা'র ১৩ সদস্যকে হত্যা করেছে। সন্ত্রাসীরা সেখানকার আল-সারাফ গ্রাম দখলের চেষ্টা  চালালে সরকারি বাহিনী তাদের ওপর হামলা চালায়। এ সময় সিরিযার সেনারা তাকফিরিদের বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে। 

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, ইদলিব প্রদেশর পূর্বাঞ্চলে জাবহাতুন নুসরা'র সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের নির্মূলে অভিযান শুরু করেছে সিরিয় বাহিনী। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

ট্যাগ