ইয়েমেনে আনসারুল্লাহ বিরোধীদের মধ্যে সংঘর্ষ; এডেন আমিরাতপন্থীদের দখলে
-
আব্দরাব্বু মানসুর হাদি
সংযুক্ত আরব আমিরাতের মদদপুষ্ট গেরিলারা তিন দিনের সংঘর্ষের পর এডেন শহর দখলে নিয়েছে। আমিরাতপন্থী অস্ত্রধারীরা সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির মন্ত্রিসভার সদস্যদেরকে এডেনের 'দার সাদ' এলাকায় অবরুদ্ধ করে রেখেছে।
এডেনের প্রেসিডেন্ট প্রাসাদও অস্ত্রধারীরা নিয়ন্ত্রণ করছে। তবে মানসুর হাদি প্রেসিডেন্ট প্রাসাদে ছিলেন না। তিনি সৌদি আরবে অবস্থান করছেন।
সম্প্রতি আরব আমিরাতের মদদপুষ্ট অস্ত্রধারীরা মানসুর হাদির এডেন ভিত্তিক সরকারকে উৎখাতের হুমকি দিয়ে ওই অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এরপর গত রোববার থেকে মানসুর হাদির অনুগত যোদ্ধাদের সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়। এর ফলে গত কয়েক দিনে উভয় পক্ষের ২২০ জনের বেশি সদস্য হতাহত হয়েছে।
ইয়েমেনের হুথি প্রভাবিত সরকার সেদেশের রাজধানী সানা ও সেনাবাহিনী নিয়ন্ত্রণ করলেও কিছু দেশ এখনও পলাতক ও পদত্যাগী প্রেসিডেন্ট মানসুর হাদিকে দেশটির বৈধ প্রেসিডেন্ট বলে মনে করে। সৌদি আরবের মদদে মানসুর হাদি এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করে সরকার পরিচালনার দাবি করে আসলেও এবার সে অবস্থানটিও হারিয়েছেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, এডেন ভিত্তিক কথিত সরকারের ওপর প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। এ অবস্থায় আরব আমিরাত তার অনুগত বিদ্রোহীদের দিয়ে সৌদি মদদপুষ্ট হাদির কথিত সরকারকে হটিয়ে দিল।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০