লেবাননের সার্বভৌমত্বে আঘাত হেনেছে ইসরাইল: প্রেসিডেন্ট আউন
https://parstoday.ir/bn/news/west_asia-i55720-লেবাননের_সার্বভৌমত্বে_আঘাত_হেনেছে_ইসরাইল_প্রেসিডেন্ট_আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধবিমান তার দেশের আকাশসীমায় অনুপ্রবেশ করে লেবাননের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। বৈরুত এ ঘটনার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বলে তিনি উল্লেখ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০১৮ ১৯:৩৩ Asia/Dhaka
  • লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন
    লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধবিমান তার দেশের আকাশসীমায় অনুপ্রবেশ করে লেবাননের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। বৈরুত এ ঘটনার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বলে তিনি উল্লেখ করেছেন।

আজ (বৃহস্পতিবার) মন্ত্রিসভার এক বৈঠকে আউন বলেন, “ইসরাইলি যুদ্ধবিমানের লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকে আমরা আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা বলে বিবেচনা করছি। এরপর আর ইসরাইলের পক্ষ থেকে এভাবে আমাদের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি সহ্য করব না।”

গত সোমবার লেবাননের আকাশসীমা ব্যবহার করে কয়েকটি ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান সিরিয়ার হোমস প্রদেশের টি-৪ বিমানঘাঁটিতে হামলা চালায়। ওই হামলায় বেশ কয়েক ব্যক্তি হতাহত হন।

ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত সিরিয়া টি-৪ বিমানঘাঁটি 

লেবাননের প্রেসিডেন্ট ওই হামলার কথা উল্লেখ করে আজ এসব বক্তব্য দিলেন। মিশেল আউন আরো বলেন, “আমরা যেকোনো আরব দেশের বিরুদ্ধে ইসরাইলি হামলার নিন্দা জানাই।” তিনি বলেন, এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ জানানো হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২