অস্ত্রচুক্তি করেই চলেছেন সৌদি যুবরাজ; এবার স্পেনের সঙ্গে
(last modified Fri, 13 Apr 2018 08:17:18 GMT )
এপ্রিল ১৩, ২০১৮ ১৪:১৭ Asia/Dhaka
  • অস্ত্র চুক্তির পর স্পেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করছেন সৌদি যুবরাজ (বামে)
    অস্ত্র চুক্তির পর স্পেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করছেন সৌদি যুবরাজ (বামে)

স্পেন থেকে যুদ্ধজাহাজ কেনার জন্য সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ২২০ কোটি ডলারের একটি অস্ত্রচুক্তি করেছেন। দারিদ্রপীড়িত ইয়েমেনে যখন সৌদি আরব বর্বর হামলা চালাচ্ছে তখন ইউরোপের দেশটি রিয়াদের কাছে যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি করল।

চুক্তির আওতায় স্পেনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণকারী কোম্পানি নাভানতিয়া পাঁচটি ছোট যুদ্ধজাহাজ বিক্রি করবে সৌদি রাজকীয় নৌবাহিনীর কাছে। এছাড়া, স্পেনের সামরিক বাহিনী ও ঠিকাদাররা সৌদি আরবে একটি জাহাজ নির্মাণ কেন্দ্র তৈরি করে দেবে। বার্তা সংস্থা রয়টার্স গতকাল (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।

অস্ত্রচুক্তিতে সই করেন সৌদি যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমান। এর আগে তিনি স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মরিয়া ডলোরেস ডি কোসপেডালের সঙ্গে বৈঠকে করেন। বিন সালমান বর্তমানে ইউরোপে সরকারি সফরে রয়েছেন।

পাঁচটি যুদ্ধজাহাজ কেনার বাইরেও নাভানতিয়ার সঙ্গে সৌদি আরবের আরো একটি চুক্তি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায় নি কোনো পক্ষ। ওই চুক্তিতে সই করেন সৌদি আরবের মিলিটারি ইন্ডাস্ট্রিজের বোর্ড অব ডিরেক্টর্সের প্রধান আহমদ আল-খাতিব ও নাভানতিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এসতেবান গার্সিয়া।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩

ট্যাগ