তুর্কি প্রতিনিধিদল দামেস্কে; শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা
-
সিরিয়া সফরে তুরস্কের প্রতিনিধিদল (ডানে)
তুরস্কের একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল সিরিয়ার রাজধানী দামেস্ক সফরে গেছে। প্রতিনিধিদলটি রাজনৈতিক ও অর্থনৈতিক মিশন নিয়ে এ সফর করছে।
সিরিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা বলেছেন, সিরিয়ার চলমান সংঘাত অবসানের পূর্বশর্ত হচ্ছে- আরব এ দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো।
তুরস্কের ইউরেশিয়া স্থানীয় সরকার ইউনিয়নের প্রতিনিধি গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার জাতীয় সংসদের স্পিকার হামুদেহ সাব্বাগের সঙ্গে বৈঠকে বলেন, সিরিয়ার জনগণের গন্তব্য ঠিক করার অধিকার তাদের নিজেদের রয়েছে। অন্যদিকে তৃতীয় কোনো পক্ষের সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং দেশটির জনগণের ওপর চাপ সৃষ্টি অথবা প্রভাব বিস্তারের অধিকার নেই।

প্রতিনিধিদলের প্রধান হাসান সেনগিজের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার বৃহত্তর পকিল্পনা নিয়ে সিরিয়ার যুদ্ধ শুরু করা হয়েছে। এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে- সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং জনগণকে তাদের ভাগ্য নির্ধোরণের অধিকার দেয়া।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর এই প্রথম তুরস্ক থেকে এ ধরনের কোনো প্রতিনিধিদল সিরিয়া সফর করল। সিরিয়া সরকারের বিরুদ্ধে যেসব গোষ্ঠী লড়াই করছে তাদেরকে সমর্থনকারী অন্যতম প্রধান দেশ হচ্ছে তুরস্ক।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪