ইরাকের সংসদ নির্বাচন: এগিয়ে এবাদি, দ্বিতীয় অবস্থানে মুক্তাদা সাদর
(last modified Sun, 13 May 2018 12:38:06 GMT )
মে ১৩, ২০১৮ ১৮:৩৮ Asia/Dhaka
  • ইরাকের সংসদ নির্বাচন: এগিয়ে এবাদি, দ্বিতীয় অবস্থানে মুক্তাদা সাদর

ইরাকের সংসদ নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির নেতৃত্বাধীন 'আন-নাসর' জোট সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে। এরপরই রয়েছে সাদর ফ্রন্টের প্রধান মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন 'আস-সায়েরুন' জোট।

তৃতীয় অবস্থানে রয়েছে 'বাদ্‌র' সংস্থার মহাসচিব হাদি আল আমেরির নেতৃত্বাধীন 'ফাতাহ' জোট। এছাড়া ভাইস প্রেসিডেন্ট নুরি আল মালিকির নেতৃত্বাধীন জোট 'দৌলাতে কনুন' চতুর্থ অবস্থানে রয়েছে। আগামী সোমবার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

গতকাল (শনিবার) ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪৪.৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সংসদের ৩২৯টি আসনের জন্য সাত হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়া সংসদ দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নির্ধারণ করবে। 

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএলের পতনের পর এবারই প্রথম ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। এর ফলে এই নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩

ট্যাগ