ইরাকে নির্বাচনে বিজয়ী দলগুলো পরস্পরের অংশীদার: মুক্তাদা সাদর
(last modified Thu, 17 May 2018 10:18:14 GMT )
মে ১৭, ২০১৮ ১৬:১৮ Asia/Dhaka
  • মুক্তাদা সাদর
    মুক্তাদা সাদর

ইরাকের সাদর ফ্রন্টের নেতা মুক্তাদা সাদর বলেছেন, সংসদ নির্বাচনে বিজয়ী দল ও জোটগুলো পরস্পরের অংশীদার। তিনি আজ (বৃহস্পতিবার) আরও বলেছেন, ইরাকের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত ইরাকে বসেই নেয়া হবে।

এর আগে তিনি ঘোষণা করেছেন, ইরাকে এবার টেকনোক্রেট সরকার গঠন করা হবে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোতে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। আম্মার হাকিমের নেতৃত্বাধীন 'হিকমাত' এবং আয়াদ আলাভির নেতৃত্বাধীন 'আল-ওয়াতানিয়া'-কে নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন তিনি। 

গত শনিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন 'সায়েরুন' জোট সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। 

ইরাকের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশটির ১৮ প্রদেশের মধ্যে ১৬টিতেই মুক্তাদা সাদরের জোট শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে হাদি আমেরির নেতৃত্বাধীন ফাতাহ জোট।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭

ট্যাগ