বড় করা হচ্ছে কাতারে মার্কিন ঘাঁটি
https://parstoday.ir/bn/news/west_asia-i60321-বড়_করা_হচ্ছে_কাতারে_মার্কিন_ঘাঁটি
কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদকে আরো বড় করা হচ্ছে। এ ঘাঁটিটি এখনই মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। এছাড়া, মধ্যপ্রাচ্যে আমেরিকার স্থায়ী উপস্থিতির বিষয়ে দু দেশ আলোচনা করছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ১৭:১৫ Asia/Dhaka
  • আল-উদেইদ বিমানঘাঁটি
    আল-উদেইদ বিমানঘাঁটি

কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদকে আরো বড় করা হচ্ছে। এ ঘাঁটিটি এখনই মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। এছাড়া, মধ্যপ্রাচ্যে আমেরিকার স্থায়ী উপস্থিতির বিষয়ে দু দেশ আলোচনা করছে।

আল-উদেইদ বিমানঘাঁটি রাজধানী দোহা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এর বিস্তার ঘটানোর জন্য গতকাল (মঙ্গলবার) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  কাতারের সরকারি বার্তা সংস্থা কিউএনএ এ খবর দিয়েছে।

বার্তা সংস্থাটি বলেছে, ঘাঁটি বর্ধিতকরণ প্রকল্পের মাধ্যমে একথা ফুটে উঠছে যে, আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করার বিষয়ে কাতার প্রতিশ্রতিবদ্ধ।

প্রকল্প উদ্বোধনের পর যৌথ সংবাদ সম্মেলনে কাতারে নিযুক্ত মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স রিয়ান গ্লিহা কাতারকে আমেরিকার অপরিহার্য অংশীদার বলে অভিহিত করেন। এর মাধ্যমে দু দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা করেন। এ ঘাঁটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী ভূমিকা রাখবে বলে মার্কিন এ কূটনীতিক দাবি করেন যদিও আমেরিকার দায়েশ-বিরোধী ভূমিকা প্রশ্নবিদ্ধ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫