মন্ত্রী ও ৫ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i60414-মন্ত্রী_ও_৫_নির্বাচনী_কর্মকর্তাকে_বরখাস্ত_করেছেন_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশের বিদ্যুতমন্ত্রী ও নির্বাচন বিষয়ক পাঁচ কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। দুর্নীতি ও ধারাবাহিক বিদ্যুত ঘাটতির প্রতিবাদে লাগাতার বিক্ষোভের মুখে তিনি এ ব্যবস্থা নিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৯, ২০১৮ ১৭:১৩ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশের বিদ্যুতমন্ত্রী ও নির্বাচন বিষয়ক পাঁচ কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। দুর্নীতি ও ধারাবাহিক বিদ্যুত ঘাটতির প্রতিবাদে লাগাতার বিক্ষোভের মুখে তিনি এ ব্যবস্থা নিলেন।

হায়দার আল-এবাদির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুতখাতে চরম অবনতির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎমন্ত্রী কাসেম আল-ফাওয়াদকে বহিষ্কার করা হয়েছে। এর একদিন আগে হায়দার আল-এবাদি পাঁচ নির্বাচনী কর্মকর্তাকে বহিষ্কার করেন। গত মে মাসে ইরাকে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত কমিটির সুপারিশ অনুসারে এসব কর্মকর্তাকে বহিষ্কার করেন এবাদি।  

দুর্নীতির বিরুদ্ধে ইরাকে ব্যাপক বিক্ষোভ

এর আগে ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি বিদ্যমান দুর্নীতি প্রতিরোধ ও দুর্বল সেবার মান উন্নত করার জন্য প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির প্রতি আহ্বান জানান।

বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভোট কেনা-বেচাসহ ভোট জালিয়াতির দায়ে এসব কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা হবে। এসব কর্মকর্তা ইরাকের সালাহউদ্দিন, কিরকুক ও আনবার প্রদেশে প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, দুই কর্মকর্তা জর্দান ও তুরস্কে প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়টি দেখভাল করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯