সিনাই উপদ্বীপে মিশরের হামলা: ৫২ গেরিলা নিহত
মিশরের সামরিক বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে সিনাই উপদ্বীপজুড়ে অন্তত ৫২ জন গেরিলাকে হত্যা করেছে। উপদ্বীপ থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে কায়রো দাবি করেছে।
মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, আল-আরিশ শহরে সামরিক বাহিনীর অভিযানে ১৩ জন বিপজ্জনক তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। আল-আরিশ হচ্ছে উত্তর সিনাই প্রদেশের রাজধানী।
বিবৃতিতে বলা হয়েছে- বাকি ৩৯ জন সন্ত্রাসী মারা গেছে উত্তর ও মধ্য সিনাই উপদ্বীপে। এসব অভিযানে সেনারা সন্ত্রাসীদের ১৫টি অস্ত্রভর্তি গাড়ি ধ্বংস করেছে। অস্ত্র-বোঝাই গাড়িগুলো নিয়ে সন্ত্রাসীরা পশ্চিম সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল।
গত ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের এ সময় পর্যন্ত মিশরের সামরিক বাহিনী সিনাই উপদ্বীপে ৩০০’র বেশি সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়েছে। এসময় মিশরের সামরিক বাহিনীর অন্তত ৩০ সদস্য মারা গেছে।
২০১৭ সালে সিনাইয়ের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর প্রেসিড্টে জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি সামরিক অভিযানের নির্দেশ দেন।#
পার্সটুডে/এসআইবি/৫