ইসরাইলের প্রশংসায় সৌদি মন্ত্রী; আলেমদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i63736-ইসরাইলের_প্রশংসায়_সৌদি_মন্ত্রী_আলেমদের_প্রতিক্রিয়া
মুসলমানদের অন্যতম প্রধান শত্রু ইহুদিবাদী ইসরাইলের প্রশংসা করে বক্তব্য দেওয়ায় সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেইখের বিরুদ্ধে সমালোচনা অব্যাহত রয়েছে। আলেমদের আন্তর্জাতিক সংস্থা 'রেসিসটেন্ট স্কলার্স ইউনিয়ন'-এর মহাসচিব শেইখ মাহের হামুদ বলেছেন- প্রায় গোটা মুসলিম বিশ্বই এখন এটা বুঝতে পেরেছেন যে, বর্ণবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে সৌদি আরব।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ২৩, ২০১৮ ১৮:৩৪ Asia/Dhaka
  • শেখ আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেইখ
    শেখ আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেইখ

মুসলমানদের অন্যতম প্রধান শত্রু ইহুদিবাদী ইসরাইলের প্রশংসা করে বক্তব্য দেওয়ায় সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেইখের বিরুদ্ধে সমালোচনা অব্যাহত রয়েছে। আলেমদের আন্তর্জাতিক সংস্থা 'রেসিসটেন্ট স্কলার্স ইউনিয়ন'-এর মহাসচিব শেইখ মাহের হামুদ বলেছেন- প্রায় গোটা মুসলিম বিশ্বই এখন এটা বুঝতে পেরেছেন যে, বর্ণবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে সৌদি আরব।

লেবাননের প্রভাবশালী এই সুন্নি আলেম আরও বলেছেন, সৌদি মন্ত্রী ইসরাইলের পক্ষে যে বক্তব্য দিয়েছেন তা নিন্দনীয়। এটা মেনে নেয়া যায় না। 

শেইখ মাহের হামুদ

এছাড়া ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম সৌদি মন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের বক্তব্য অত্যন্ত বিপজ্জনক এবং এর কোনো ব্যাখ্যা থাকতে পারে না। 

এর আগেও বিশ্বের বিভিন্ন দেশের আলেমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সৌদি মন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তবে সৌদি মন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে টুইটারে বিবৃতি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি সৌদি মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেইখ ইহুদিবাদী ইসরাইলের প্রশংসা করে বলেছেন, অন্যান্য মুসলিম দেশের তুলনায় ইসরাইল ভালো। কারণ তারা তাদের মুসলিম নাগরিকদের হজ পালনে বাধা দেয় নি। এ সময় তিনি ইহুদিবাদী ইসরাইলকে রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। কিন্তু তিনি একবারের জন্যও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত হত্যা-নির্যাতন ও দখলদারিত্বের নিন্দা জানান নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন