ইরান-সিরিয়ার প্রতিরক্ষা চুক্তিকে কীভাবে দেখছে ইসরাইল?
(last modified Tue, 28 Aug 2018 06:26:38 GMT )
আগস্ট ২৮, ২০১৮ ১২:২৬ Asia/Dhaka
  • চুক্তি সইয়ের পর ইরান ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী
    চুক্তি সইয়ের পর ইরান ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়ার মধ্যকার নতুন সামরিক এবং কৌশলগত সহযোগিতা চুক্তিকে তেহরান-দামেস্ক বন্ধুত্ব জোরদারের পদক্ষেপ হিসেবে দেখছে ইহুদিবাদী ইসরাইল।

সিরিয়ার সফরের সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আদুল্লাহ আইয়ুব রোববার ওই চুক্তি সই করেন। চুক্তি সইয়ের পরপরই ইসরাইলের গণমাধ্যমে বলেছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের তেল আবিব সফরের ‘তাৎক্ষণিক জবাব’ হিসেবে ইরান ও সিরিয়া প্রতিরক্ষা সহযোহিতা চুক্তি সই করল। ইসরাইল-বিরোধী জোট শক্তিশালী করার লক্ষ্য নিয়ে চুক্তি সই হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যম মন্তব্য করেছে।

ইসরাইলি গণমাধ্যমের এসব মন্তব্যকে তেল আবিবের দৃষ্টিভঙ্গি বলেই মনে করা হচ্ছে। ইসরাইলি গণমাধ্যম আরো বলেছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী সিরিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।

চুক্তির আগে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আইয়ুব বলেছেন, ইরানের সহযোগিতা ছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে পারত না দামেস্ক।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ