লেবাননকে রক্ষা করছে হিজবুল্লাহ; রয়েছে মানুষের ব্যাপক সমর্থন: মিশেল আউন
-
মিশেল আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজুবল্লাহর উপস্থিতি জরুরি। সংগঠনটি দেশরক্ষায় ভূমিকা রেখে চলেছে। ফরাসি পত্রিকা 'ফিগারো'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মিশেল আউন বলেন, কেউ কেউ আইএস ও আন-নুসরার বিরুদ্ধে হিজবুল্লাহর লড়াইকে মেনে নিতে পারে নি। তারা সমালোচনা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সন্ত্রাসীরা লেবানন ভূখণ্ডে হামলা চালিয়েছে। আর এই ভূখণ্ড রক্ষা করেছে হিজবুল্লাহ।
তিনি বলেন, লেবাননের অভ্যন্তরে হিজুবল্লাহর সামরিক কোনো তৎপরতা নেই। হিজবুল্লাহর তৎপরতা কেবল ইহুদিবাদী ইসরাইলের সীমান্ত এলাকায়। আর এই তৎপরতা প্রতিরক্ষামূলক।
হিজবুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। লেবাননের এক-তৃতীয়াংশ মানুষ হিজবুল্লাহর সঙ্গে রয়েছে বলে তিনি জানান। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫