আব্দুল মাহদিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত মুক্তাদা সাদর
https://parstoday.ir/bn/news/west_asia-i64786-আব্দুল_মাহদিকে_প্রধানমন্ত্রী_হিসেবে_মেনে_নিতে_প্রস্তুত_মুক্তাদা_সাদর
ইরাকের সংসদে সবচেয়ে বেশি আসনের অধিকারী জোট 'সায়েরুন' এর প্রধান মুক্তাদা সাদর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আদিল আব্দুল মাহদি'র প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আদিল আব্দুল মাহদির প্রতি তার জোটের পূর্ণ সমর্থন রয়েছে। তবে তার জোটের কোনো নেতা মন্ত্রিসভায় থাকবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৫, ২০১৮ ১০:৫০ Asia/Dhaka
  • আদিল আব্দুল মাহদি
    আদিল আব্দুল মাহদি

ইরাকের সংসদে সবচেয়ে বেশি আসনের অধিকারী জোট 'সায়েরুন' এর প্রধান মুক্তাদা সাদর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আদিল আব্দুল মাহদি'র প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আদিল আব্দুল মাহদির প্রতি তার জোটের পূর্ণ সমর্থন রয়েছে। তবে তার জোটের কোনো নেতা মন্ত্রিসভায় থাকবে না।

মুক্তদা সাদর আরও লিখেছেন, আদিল আব্দুল মাহদি এমন একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। 

একইসঙ্গে তিনি বলেন, আমরা নয়া প্রধানমন্ত্রী আব্দুল মাহদিকে জানিয়ে দিয়েছি সব দল ও গোষ্ঠীর চাপ ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নয়া সরকার গঠন করতে হবে এবং এক বছরের মধ্যে ইরাকে সার্বিক শৃঙ্খলা আনতে হবে। 

গত মঙ্গলবার রাতে ইরাকের নয়া প্রেসিডেন্ট বারহাম সালিহ আনুষ্ঠানিকভাবে আদিল আব্দুল মাহদিকে নয়া মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন