সৌদি সরকারকে অস্ত্র সহায়তা বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের
মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মোরফি সৌদি সরকারকে অস্ত্র সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে বেসামরিক মানুষের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের নির্বিচার হত্যাকাণ্ড চালানোর প্রতিবাদে তিনি মার্কিন সরকারের প্রতি ওই আহ্বান জানান।
এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মার্কিন কানেটিকাট অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস মোরফির বলেছেন,সৌদি আরব ইয়েমেনের নিরীহ জনতার ওপর নির্বিচার বোমা বর্ষণ করে যাচ্ছে। আমেরিকার উচিত সৌদি সরকারকে সাময়িকভাবে হলেও অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করা।
একইভাবে অপর তিন রিপাবলিকান সিনেটর ও চারজন ডেমোক্র্যাট সিনেটর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তাঁরা ইয়েমেনের নিরীহ জনতার ওপর সৌদি সরকারের বোমা হামলায় ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইয়েমেনে বেসামরিক লোকজনকে সুরক্ষা দেয়ার ব্যাপারে সৌদি জোটের দেয়া প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটররা। তারা বলছেন ইয়েমেনে বিগত কয়েক মাসে বরং সৌদি জোটের বোমা হামলায় জানমালের ক্ষয়ক্ষতি অনেক বেড়েছে।
আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন।
সেইসঙ্গে খাদ্য সংকট, ওষুধের অভাবসহ বিচিত্র সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়েছে ইয়েমেনে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন