চাপ সামলানোর চেষ্টা: ‘ম্যান ইউ’ কিনতে চান সৌদি যুবরাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i65055-চাপ_সামলানোর_চেষ্টা_ম্যান_ইউ’_কিনতে_চান_সৌদি_যুবরাজ
ব্রিটেনের অন্যতম প্রধান ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের তরুণ যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। বলা হচ্ছে-সৌদি আরবের অর্থনীতিকে তিনি যে বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবে তিনি এ ক্লাব কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৫, ২০১৮ ১৮:৩১ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

ব্রিটেনের অন্যতম প্রধান ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের তরুণ যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। বলা হচ্ছে-সৌদি আরবের অর্থনীতিকে তিনি যে বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবে তিনি এ ক্লাব কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম আজ (সোমবার) বলেছে, যুবরাজ বিন সালমানের এ উদ্যোগ সফল হলে পারস্য উপসাগরীয় দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি রাজপরিবারও ইউরোপীয় ফুটবলে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করবে। ম্যান ইউকে কেনার জন্য যুবরাজ ৪০০ কোটি পাউন্ড খরচ করতে প্রস্তুত রয়েছেন।

কাতারের বিনিয়োগকারীরা ফ্রান্সের বড় ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনে ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছেন। এছাড়া, কাতার ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে।

সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের প্রতিবাদ

সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের শেখ মানসুর বিন যায়েদ ২০০৮ সালে ২১ কোটি পাউন্ড খরচ করে ম্যানচেস্টার সিটি ক্লাব কিনেছেন। ফোর্বসের তথ্য অনুসারে- ২০১৮ সালে এ ক্লাবের মূল্য দাঁড়িয়েছে ২০০ কোটি পাউন্ডে।  

অনেকে মনে করছেন, সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ বা নিহতের ঘটনায় সৌদি আরব নজিরবিহীনভাবে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। এ ক্ষেত্রে ব্রিটেন অনেকটা শক্ত অবস্থানে রয়েছে। এ অবস্থা কাটিয়ে উঠতে যুবরাজ বিন সালমান ব্রিটিশ ক্লাব কেনার কৌশল নিয়েছেন যাতে অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্রিটেনকে বশে রাখা যায়।#

পার্সটুডে/এসআইবি/১৫