হামাস নেতার বাড়ির পাশে যন্ত্র বসানোর সময় ইসরাইলি গুপ্তচর আটক
https://parstoday.ir/bn/news/west_asia-i65300-হামাস_নেতার_বাড়ির_পাশে_যন্ত্র_বসানোর_সময়_ইসরাইলি_গুপ্তচর_আটক
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিরাপত্তা বাহিনী গাজা থেকে ইহুদিবাদী ইসরাইলের এক গুপ্তচরকে আটক করেছে। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ২৫, ২০১৮ ১৫:২৬ Asia/Dhaka
  • হামাস নেতার বাড়ির পাশে যন্ত্র বসানোর সময় ইসরাইলি গুপ্তচর আটক

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিরাপত্তা বাহিনী গাজা থেকে ইহুদিবাদী ইসরাইলের এক গুপ্তচরকে আটক করেছে। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

হামাসের এক নেতার বাড়ির পাশে গুপ্তচরবৃত্তির যন্ত্র বসানোর সময় ৪৫ বছর বয়সী ওই গুপ্তচর আটক করা হয়। তবে গুপ্তচরের নাম প্রকাশ করে নি ফিলিস্তিনি তথ্য কেন্দ্র।

ইসরাইলের ওই গুপ্তচর হামাসের বিভিন্ন নেতার গতিবিধি পর্যবেক্ষণ ও তাদের ওপর নজরদারির দায়িত্ব পালন করতেন। হামাস নেতারা কখন-কোথায় যান তা পর্যবেক্ষণের পর তা ইসরাইলি কর্তৃপক্ষকে জানিয়ে দিতেন।

একইসঙ্গে হামাস নেতাদের বাড়ি ও গাড়ির ছবি তুলে তা সরবরাহ করতো। এর বাইরে হামাসের বিভিন্ন সামরিক ঘাঁটি সম্পর্কেও তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করতো ওই গুপ্তচর।

ইহুদিবাদী ইসরাইল তাদের গুপ্তচরদের সহায়তায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি নেতাকে হত্যা করেছে। হামাস নেতাদের গাড়ি চিহ্নিত করে বিমানের সাহায্যে সেখানে হামলা চালিয়ে থাকে ইসরাইল।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫