নেতানিয়াহুর ওমান সফরের তীব্র নিন্দা জানাল ইরান
(last modified Sat, 27 Oct 2018 00:29:35 GMT )
অক্টোবর ২৭, ২০১৮ ০৬:২৯ Asia/Dhaka
  • ওমানের বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার মাস্কাটের আল-বারাকা প্রাসাদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
    ওমানের বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার মাস্কাটের আল-বারাকা প্রাসাদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওমান সফরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকা ও ইসরাইলের চাপের মুখে মধ্যপ্রাচ্যে নতুন করে দুঃখ-দুর্দশা সৃষ্টি করার সুযোগ দেয়া এ অঞ্চলের মুসলিম দেশগুলোর উচিত নয়।

তিনি শুক্রবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওমান সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। কাসেমি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজের সাত দশকের দখলদারিত্বকে ধামাচাপা দিয়ে রাখতে চায় ইহুদিবাদী ইসরাইল।

ইরানের এ মুখপাত্র বলেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে মুসলমানদের প্রথম ক্বেবলা জবরদখলকারী ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য মুসলিম দেশগুলোর ওপর চাপ বেড়ে গেছে। কিন্তু ইতিহাস ও অভিজ্ঞতা সাক্ষ্য দেয়, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের অবৈধ দাবির মুখে নতি স্বীকার করলে তাদের চাহিদা বাড়তে থাকে এবং ফিলিস্তিনি জাতির অধিকার পদদলিত করার ক্ষেত্রে তাদের স্পর্ধা আরো বেড়ে যায়।  

বাহরাম কাসেমি

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাস্কাট সফরে গিয়ে ওমানের সুলতান কাবুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে ওমানের বার্তা সংস্থা শুক্রবার খবর দিয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার আল-বারাকা প্রাসাদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতে দ্বিপক্ষীয় বিষয়াদির পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি বিশেষ করে কথিত শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

১৯৯১ সালে আমেরিকা ও কিছু ইউরোপীয় দেশের পরিকল্পনায় মধ্যপ্রাচ্যে কথিত শান্তি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেয়া হয়। এই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিদের পুরোপুরি নির্মূল করে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ উপস্থিতিকে বৈধতা দিতে পারবে পাশ্চাত্য। তবে ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো গত প্রায় তিন দশক ধরে এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭

ট্যাগ