কারবালা এখন কালো কাপড়ের শহর
(last modified Mon, 29 Oct 2018 04:26:10 GMT )
অক্টোবর ২৯, ২০১৮ ১০:২৬ Asia/Dhaka
  • কারবালা এখন কালো কাপড়ের শহর

আশুরার ৪০ দিনকে আরবাইন বলা হয়। এ দিনের শোক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কোটি মানুষের ভিড় জমেছে কারবালায়।

কারবালা এখন কালো কাপড়ের শহর হয়ে উঠেছে। যে দিকে যতদূর পর্যন্ত চোখ যায় মানুষ এবং মানুষ। আর সবার পরনে কালো কাপড়। শোক অনুষ্ঠান, চলেছে দোয়া। মানুষ কাঁদছে। গত দুই দিনে এ সব ছবি হজরত হোসেইন এবং আবুল ফজল আব্বাসের মাজার এলাকায় তোলা হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/২৯

ট্যাগ