নেতানিয়াহুর পর এবার ইসরাইলের গোয়েন্দামন্ত্রী যাচ্ছেন ওমানে
(last modified Mon, 29 Oct 2018 10:55:38 GMT )
অক্টোবর ২৯, ২০১৮ ১৬:৫৫ Asia/Dhaka
  • নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েল কাৎজ (বামে)
    নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েল কাৎজ (বামে)

আগামী সপ্তাহে ওমান সফরে যাচ্ছেন ইহুদিবাদী ইসরাইলের পরিবহণ ও গোয়েন্দামন্ত্রী ইসরাইয়েল কাৎজ। তার কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে।  

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে ওমান সফরের কয়েকদিন পর ইসরায়েল কাৎজ ওমান সফরে যাচ্ছেন। কাৎজের উপদেষ্টা আরিয়ে শালিসার গতকাল (রোববার) জানান, আন্তর্জাতিক একটি পরিবহণ সম্মেলনে অংশ নিতে মন্ত্রী ওমান সফরে যাবেন। ওই সম্মেলনে তিনি ইসরাইল ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে রেল লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরবেন।

সুলতান কাবুসের সঙ্গে (ডনে) বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু 

গত শুক্রবার ইসরাইল এবং ওমান নিশ্চিত করে যে, বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে ওমান সফর করেছেন। ওই সফরে তার সঙ্গে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ও নেতানিয়াহুর নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

১৯৯৩ সালে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে অসলো চুক্তি সই হওয়ার পর ইসরাইলের সঙ্গে ওমানের অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠত হয়েছিল তবে কোনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় নি। জানা যায়- ১৯৯৬ সালে দু পক্ষের মধ্যে এ ধরনের শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছিল।#  

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ