কারবালা জিয়ারতকারীরা ঘরে ফিরছেন
https://parstoday.ir/bn/news/west_asia-i65465
কারবালার যাত্রীরা ঘরে ফিরতে শুরু করেছেন। আরবাইনকে কেন্দ্র করে বিশ্বের নানা দেশ থেকে তারা এসেছিলেন। গতকাল পালিত হয়েছে আরবাইন। এবারে তাদের ঘরে ফিরতে হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ৩১, ২০১৮ ১৮:৫৭ Asia/Dhaka
  • কারবালা জিয়ারতকারীরা ঘরে ফিরছেন

কারবালার যাত্রীরা ঘরে ফিরতে শুরু করেছেন। আরবাইনকে কেন্দ্র করে বিশ্বের নানা দেশ থেকে তারা এসেছিলেন। গতকাল পালিত হয়েছে আরবাইন। এবারে তাদের ঘরে ফিরতে হবে।

কারবালা শহরে ভিড় কমছে। অনেক জায়গায় গাড়ি চলছে। এ ছাড়া, জিয়ারতকারীদের থাকার জন্য যে সব আশ্রয় ছিল তার কোনো কোনাটা গুটিয়ে নেয়া হয়েছে। তবে আজও অনেক জায়গায় খাবার বিতরণ করতে দেখা গেছে। দেখা গেছে পানি বিতরণ করতে। প্রায় ৭ লাখ অধিবাসীর শহরে কি করে প্রায় তিন কোটি জিয়ারতকারীর স্থান সংকুলান হলো! হ্যাঁ এটাই হলো হোসেইন প্রেমের মোজেজা!

আজ সকালে যখন হজরত হোসেন(আ)’এর মাজার প্রাঙ্গণে যখন গেলাম তখন সেখানে দেখতে পেলাম কমেছে ভিড়ের দাপট। তুলনামূলক ভাবে নারী জিয়ারতকারীদের সংখ্যাও অনেক বেশি বলেই মনে হলো।

মাজার জিয়ারতের স্মৃতি ধরে রাখার জন্য অনেকেই ছবি তুলছেন। অর্থের বিনিময়ে ছবি তোলার অনুরোধ করছেন কেউ কেউ। সম্ভাব্য ক্ষেত্রে ছবি তুলেছি। শর্ত দিয়েছি, দোয়া করতে হবে। বিনীত চিত্তে রাজী হয়েছেন। হজরত হোসেইনের মাজারে এসে এর চেয়ে বড় উপার্জন আর কি হতে পারে!

পার্সটুডে/মূসা রেজা/৩১