ইরাকে প্রবল বৃষ্টি ও বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ২১
(last modified Mon, 26 Nov 2018 05:29:30 GMT )
নভেম্বর ২৬, ২০১৮ ১১:২৯ Asia/Dhaka
  • ইরাকে প্রবল বৃষ্টি ও বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ২১

ইরাকে আকস্মিক বন্যায় গত দুই দিনে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। ঘর ছাড়া হয়ছেন কমপক্ষে ১০ হাজারের বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু আছেন। এদের মধ্যে অনেকে পানিতে ডুবে মারা গেছেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং কেউ বন্যায় ঘরের মধ্যে আটকা পড়ে মারা গেছেন।

এছাড়া বন্যায় অন্তত ১৮০ জন লোক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে এই বন্যা দেখা দেয়।

ইরাকের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবিও ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ