ঠাণ্ডা লাগায় সৌদি যুবরাজের সঙ্গে আলজেরিয়ার প্রেসিডেন্টের বৈঠক বাতিল!
-
সৌদি যুবরাজ
আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতেফলিকার সাক্ষাত পেতে ব্যর্থ হয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। আলজেরিয়ায় সৌদি যুবরাজের সফরের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের মধ্যে পূর্বঘোষিত বৈঠক বাতিল করেন বুতেফলিকা।
তার দপ্তর থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের প্রচণ্ড ঠাণ্ডা লেগেছে। তাই তিনি সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। গত কয়েক দিনে কয়েকটি আরব ও আফ্রিকান দেশ সফর করেছেন সৌদি যুবরাজ। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই বিক্ষোভ হচ্ছে।

ইয়েমেনে ব্যাপক আগ্রাসন এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে ওই সব দেশে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা বলেছেন, একজন খুনিকে দেশে ঢুকতে দেওয়া ঠিক হয় নি।
আলজেরিয়ার আলেম, সাংবাদিক ও রাজনীতিবিদরা যৌথভাবে সৌদি যুবরাজের সফরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ব্যাপক বিরোধিতার মুখে তিনি গতকাল (সোমবার) কোনো সংবাদ সম্মেলনে অংশ না নিয়েই আলজেরিয়া ত্যাগ করেন।
আলজেরিয়ার জনগণও মনে করছে, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশেই প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং মৃতদেহ এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে।#
পার্সটুডে/এসএ/৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন