সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনতে হবে: তিউনিশিয়া
(last modified Sun, 27 Jan 2019 12:12:05 GMT )
জানুয়ারি ২৭, ২০১৯ ১৮:১২ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে ল্যাভরভ (বামে) ও ঝিনাউয়ি
    সংবাদ সম্মেলনে ল্যাভরভ (বামে) ও ঝিনাউয়ি

তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী খেমাইয়েস ঝিনাউয়ি বলেছেন, সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দিতে হবে। ২২ সদস্যের আরব লীগে সদস্য পদ ফিরে পাওয়া সিরিয়ার স্বাভাবিক অধিকার বলেও তিনি মন্তব্য করেন।

ঝিনাউয়ি বলেন, সিরিয়া হচ্ছে একটি আরব রাষ্ট্র এবং আরব লীগে সদস্য পদ থাকা তার জন্য স্বাভাবিক ব্যাপার।” গতকাল (শনিবার) রাজধানী তিউনিসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ঝিনাউয়ি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন তিউনিশিয়ার ওপর নির্ভর করে না বরং এটা সম্পূর্ণভাবে আরব লীগের বিষয়। সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা সিদ্ধান্ত নিলেই সেটা সম্ভব। তিনি বলেন, “এখানে আমাদের স্বার্থ হলো- সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা।”

আরব লীগের সম্মেলনের একটি ফাইল ফটো

সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রীও সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার জন্য তিউনিশিয়া উদ্যোগ নিলে তাতে মস্কো সমর্থন দেবে। আমি বিশ্বাস করি সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার জন্য তিউনিশিয়া খুবই আন্তরিক।”

আগামী মার্চ মাসে তিউনিশিয়ায় আরব লীগের ৩০তম বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে লেবানন, মিশর ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরাও সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার দাবি করেছেন। ২০১১ সালে বিদেশী মদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সহিংসতা শুরু করার পরপরই আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২৭

ট্যাগ