আরো ১২ বছর ক্ষমতায় থাকা পাকাপোক্ত করছেন জেনারেল সিসি
(last modified Tue, 05 Feb 2019 10:32:34 GMT )
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১৬:৩২ Asia/Dhaka
  • জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি
    জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি

মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিকে আরো ১২ বছর ক্ষমতায় রাখার জন্য দেশের সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন তার অনুগত সংসদ সদস্যরা।

সংবিধান সংশোধনের প্রস্তাবটি চূড়ান্তভাবে পাস হলে জেনারেল সিসি ক্ষমতার দ্বিতীয় মেয়াদ শেষ করার পরও ২০৩৪ সাল পর্যন্ত তিনি মিশরের প্রেসিডেন্ট থাকবেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০২২ সালে। ২০১৩ সালে সামরিক ক্যু’র মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর জেনারেল সিসি ২০১৪ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন।

সাম্প্রতিক মাসগুলোতে জল্পনা-কল্পনা চলছিল যে, জেনারেল সিসির সমর্থকরা তাকে ক্ষমতায় রাখার জন সংবিধান পরিবর্তন করতে পারে। সেই ব্যবস্থা বাস্তবে রূপ দিতে রোববার সংসদে সংবিধান সংশোধনের খসড়া প্রস্তাব তোলা হয়। প্রস্তাব পাসের পর গণভোটের আয়োজন করা হবে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, সংবিধান সংশোধনের জন্য যে গণভোটের আয়োজন করা হবে তা নিতান্তই লোকদেখানো বিষয়।

মিশরের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ চার বছর; এখন তা বাড়িয়ে ছয় বছর করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৫

ট্যাগ