সিরিয়ার গোলানের কাছে পরমাণু বর্জ্য ফেলছে ইসরাইল: জাতিসংঘ
(last modified Mon, 25 Feb 2019 12:07:03 GMT )
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৮:০৭ Asia/Dhaka
  • অধিকৃত গোলান মালভূমি
    অধিকৃত গোলান মালভূমি

সিরিয়ার গোলান মালভূমিতে পরমাণু বর্জ্য ফেলছে ইহুদিবাদী ইসরাইল। একথা জানিয়েছে জাতিসংঘ এবং বিষয়টি নিয়ে আজই একটি রিপোর্ট প্রকাশ করার কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ রিপোর্ট তুলে ধরবেন। গোলানের যে এলাকায় এসব বর্জ্য ফেলা হচ্ছে সেটা প্রায় ৫০ বছর ধরে ইসরাইল দখল করে রেখেছে।  

গুতেরেস যে রিপোর্ট প্রকাশ করবেন তা সিরিয়ার অভিযোগের ভিত্তিতে তৈরি হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের ৪০তম প্যানেল সেশনে এ রিপোর্ট প্রকাশ করা হবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘ মানবাধিকার পরিষদের দপ্তরে সোমবার এ অধিবেশন শুরু হবে এবং ২২ মার্চ পর্যন্ত চলবে।

সিরিয়া তার অভিযোগে বলেছে, ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমিতে তেজস্ক্রিয় উপাদানসহ পরমাণু বর্জ্য ফেলা অব্যাহত রেখেছে। এর মধ্যে আল-শেখ নামে একটি পাহাড়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছে সিরিয়া। ইসরাইলের এ দুষ্কর্মের কারণে গোলানের মানুষের স্বাস্থ্য ও জীবন হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছে দামেস্ক।#

পার্সটুডে/এসআইবি/২৫

ট্যাগ