মার্কিন নাগরিককে নির্যাতন করেছে সৌদি সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i68532-মার্কিন_নাগরিককে_নির্যাতন_করেছে_সৌদি_সরকার
সৌদি আরব ও আমেরিকার একজন দ্বৈত নাগরিককে প্রায় দু বছর আটক রেখে নির্যাতন চালিয়েছে রিয়াদ সরকার। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এ তথ্য ফাঁস করেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ০৩, ২০১৯ ১৭:১২ Asia/Dhaka
  • ওয়ালিদ ফাতাইহি
    ওয়ালিদ ফাতাইহি

সৌদি আরব ও আমেরিকার একজন দ্বৈত নাগরিককে প্রায় দু বছর আটক রেখে নির্যাতন চালিয়েছে রিয়াদ সরকার। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এ তথ্য ফাঁস করেছে।

হার্ভার্ড থেকে ডাক্তারি পাস করা ওয়ালিদ ফাতাইহি নামে ওই দ্বৈত নাগরিককে ২০১৭ সালের নভেম্বর মাসে আটক করা হয়। সে সময় সৌদি আরবের আরো প্রায় ২০০ খ্যাতিমান নাগরিককে রিয়াদ থেকে আটক করা হয়েছিল। এ আটক অভিযানকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান বলে দাবি করেছিল রিয়াদ সরকার। কিন্তু ওয়ালিদ ফাতাইহির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় নি; আবার তাকে বিচারের মুখোমুখিও করা হয় নি।

নিউ ইয়র্ক টাইমস গতকাল (শনিবার) জানিয়েছে, ফাতাইহিকে ব্যাপক নির্যাতন করা হয়েছে। তার এক বন্ধুর বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ৫৪ বছর বয়সী ফাতাইহিকে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন চালানো হয়েছে। তাকে চড়-থাপ্পড় মারা, চোখবেধে রাখা, কাপড়-চোপড় খুলে তল্লাসি করা এবং একটি চেয়ারের সঙ্গে বেধে রাখার মতো ঘটনা ঘটেছে। এমনকি তাকে ইলেক্ট্রিক শক দেয়া হয়েছে। এছাড়া, তার পিঠে এত জোরে চাবুক মারা হয়েছে যে, তিনি কয়েকদিন ধরে ঘুমাতে পারেন নি।#

পার্সটুডে/এসআইবি/৩