ইসরাইল ‘ডাকাতদের রাষ্ট্র’: মাহাথির মুহাম্মাদ
(last modified Sun, 24 Mar 2019 09:02:54 GMT )
মার্চ ২৪, ২০১৯ ১৫:০২ Asia/Dhaka
  • পাকিস্তান ডে উপলক্ষে ইসলামাবাদ সফর করেন মাহাথির মুহাম্মাদ
    পাকিস্তান ডে উপলক্ষে ইসলামাবাদ সফর করেন মাহাথির মুহাম্মাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে ‘ডাকাতদের রাষ্ট্র’। একমাত্র ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে তার দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন।

মাহাথির মুহাম্মাদ বলেন, “আমরা ইহুদিদের বিরুদ্ধে নই তবে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য আমরা ইসরাইলকে স্বীকৃতি দিতে পারি না।”

গতকাল (শনিবার) ‘পাকিস্তান ডে’ উপলক্ষে রাজধানী ইসলামাবাদে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাকিস্তান ডে উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিন দিনের সফরে বৃহস্পতিবার ইসলামাবাদে পৌঁছান।

গোলান মালভূমি

ইসরাইলি কর্মকর্তাদের উদ্দেশ করে মাহাথির মুহাম্মাদ বলেন, “রাষ্ট্র গঠনের জন্য আপনারা অন্যের ভূমি দখল করতে পারেন না। এটা একটা ডাকাতদের রষ্ট্র হয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দেয়ার কথা বলছেন তখন মাহাথির মুহাম্মাদ এসব কথা বললেন। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। তবে বিশ্বের কোনো দেশ এখনো পর্যন্ত গোলানকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দেয় নি।#

পার্সটুডে/এসআইবি/২৪