ইরান-বিরোধী জোটে থাকছে না মিশর: রিপোর্ট
মার্কিন উদ্যোগে আরব অঞ্চলে ন্যাটো-স্টাইলে যে সামরিক জোট গঠনের প্রচেষ্টা চলছে তাতে যোগ দিতে অস্বীকার করেছে মিশর। প্রাথমিকভাবে ইরানকে মোকাবেলার লক্ষ্য নিয়ে সম্ভাব্য এ জোট গঠনের চেষ্টা চালাচ্ছে আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা। এ ধরনের জোট গঠন হলে মুসলিম বিশ্বে মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টি হবে বলেই ধারণা করা হচ্ছে।
বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, সম্ভাব্য এ জোট থেকে নিজেকে প্রত্যাহারের কথা আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কৌশলগত মিত্রদেরকে জানিয়েছে কায়রো। আগামী রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে জোট গঠনের বিষয়ে নতুন একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে মিশর জোটে যোগ দেয়া নিয়ে নিজের অনীহার কথা জানিয়েছে। চারটি সূত্রের মধ্যে একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রিয়াদ বৈঠকে যোগ দেয়ার জন্য মিশর কোনো প্রতিনিধিদল পাঠায় নি।
অন্য একটি আরব সূত্র জোর দিয়ে বলেছে, কথিত আরব-ন্যাটো থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে মিশর। এ জোটের আন্তরিকতা নিয়ে মিশরের প্রশ্ন রয়েছে; পাশাপাশি মুসলিম বিশ্বে সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়ার বিষয়টিও বিবেচনায় নিয়েছে কায়রো।
আরকেটি সূত্র বলেছে, মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় পাস করার বিষয়ে সন্দিহান। ফলে নতুন কেউ আমেরিকার প্রেসিডেন্ট হলে তিনি এ জোট ভেঙে দেবেন। সে কারণে জোটের ভবিষ্যত চিন্তা করে মিশর এতে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মিশরের এই অবস্থানকে বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্প প্রশাসনের জন্য বিপর্যয় বলে মন্তব্য করেছে। তবে মিশরের কর্মকর্তারা এ সম্পর্কে কোনো মন্তব্য করেন নি।#
পার্সটুডে/এসআইবি/১১