গোলানের বিনিময়েও ইসরাইলকে স্বীকৃতি দেয় নি সিরিয়া: হোসনি মুবারক
(last modified Fri, 12 Apr 2019 11:07:22 GMT )
এপ্রিল ১২, ২০১৯ ১৭:০৭ Asia/Dhaka
  • সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ
    সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ

গোলান মালভূমি ফেরত দেয়ার বিনিময়ে ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ। ১৯৯৮ সালে তেল আবিব দামেস্ক সরকারকে গোলান ফেরত ও ইসরাইলকে স্বীকৃতি দেয়ার ওই প্রস্তাব দেয়।

মিশরে আল-হায়াত নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক এ তথ্য ফাঁস করেছেন। সে সময় ইসরাইল সিরিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং দামেস্ক ও তেল আবিবে দূতাবাস চালুর প্রস্তাব দেয়।

গোলান মালভূমি

হোসনি মুবারক বলেন, ইসরাইলের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার ফল হিসেবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী সরকার গোলান মালভূমি দখল করে নেয়।

এরপর সেখানে বহুসংখ্যক অবৈধ ইহুদি বসতি স্থাপন করেছে তেলআবিব। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের এ পদেক্ষপকে কখনো সমর্থন করে নি। সে ধারা ভেঙে ট্রাম্প প্রশাসন গোলানকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ