ইসরাইলি কারাগারে শত শত ফিলিস্তিনি বন্দির অনশন ধর্মঘট
https://parstoday.ir/bn/news/west_asia-i69553
ইহুদিবাদী ইসরাইলের কারাগারগুলোতে অমানুষিক নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দিদের অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট আজ (রোববার) সপ্তম দিনের মতো অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ১৪, ২০১৯ ১০:২৩ Asia/Dhaka
  • ইসরাইলি কারাগারে শত শত ফিলিস্তিনি বন্দির অনশন ধর্মঘট

ইহুদিবাদী ইসরাইলের কারাগারগুলোতে অমানুষিক নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দিদের অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট আজ (রোববার) সপ্তম দিনের মতো অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

গত রোববার রাত থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ইসরাইলের বিভিন্ন কারাগারের চারশ'র বেশি বন্দি এ ধর্মঘটে অংশ নিচ্ছেন। খুব শিগগিরই আরও এক হাজার ফিলিস্তিনি বন্দি অনশন ধর্মঘট শুরু করবেন বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে।

ধর্মঘটী ফিলিস্তিনি বন্দিদের মধ্যে অনেকেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বন্দিরা বলছেন, ইসরাইলি কারাগারগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের ওপর অকথ্য নির্যাতন ক্রমেই বাড়ছে। পশুদের সঙ্গেও এ ধরণের আচরণ করা উচিত নয় বলে তারা মন্তব্য করেছেন।

ফিলিস্তিনি বন্দিদের একটি সংগঠন বলেছে, ইহুদিবাদী কারা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। মিশর এ বিষয়ে সমঝোতার চেষ্টা করলেও ইসরাইল বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩