৬০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইহুদিবাদীরা
(last modified Thu, 27 Feb 2025 03:58:28 GMT )
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৯:৫৮ Asia/Dhaka
  • ৬০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইহুদিবাদীরা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের চার বন্দীর মরদেহ হস্তান্তর করেছে। দখলদার ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছে। ৬০০ ফিলিস্তিনি কারাবন্দীকে ইসরাইল মুক্তি দেয়ার কিছুক্ষণ পরেই এই চার মরদেহ হস্তান্তর করা হয়।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চার জিম্মির মরদেহবাহী কফিন তারা পেয়েছে। রামাল্লা থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা জানান, তারা ৬০০ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দীর দলকে বাস থেকে নেমে যেতে দেখেছেন। সম্ভবত তাদের গত সপ্তাহে মুক্তি দেয়ার কথা ছিল। জিম্মিদের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগ তুলে ইসরাইল তাদের মুক্তি স্থগিত করেছিল।

মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে।অনেক নারীকে আনন্দে কাঁদতে দেখা যায়।

ইসরাইলের কাছে হামাস যে চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তারা হলেন ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর। ইসরাইলি গণমাধ্যম তাদের পরিচয় নিশ্চিত করেছে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তাদের সঙ্গে চার জিম্মির মৃতদেহও হস্তান্তর করে। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয়ার কথা ছিল ইসরাইলের। কিন্তু মুক্তি দেয়ার সময় হামাস জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করছে অভিযোগ তুলে বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরাইল।

হামাসের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে সেদিন বলা হয়, আগে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিতে হবে। এরপরই কেবল গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলের সঙ্গে আলোচনা করবে হামাস।#

পার্সটুডে/এসআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।