সাঙ্গপাঙ্গ নিয়ে আল-আকসা মসজিদে ঢুকে পায়চারি করলেন ইসরাইলি মন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের আবাসনমন্ত্রী ইউরি এরিয়েল আজ (রোববার) একদল সাঙ্গপাঙ্গ নিয়ে আল-আকসা মসজিদে ঢুকে পায়চারি করেছেন। এ সময় ইসরাইলি পুলিশ তাদেরকে নিরাপত্তা দেয়।
ফিলিস্তিনের ওয়াক্ফ দপ্তর জানিয়েছে, ইসরাইলি মন্ত্রী একদল সাঙ্গপাঙ্গ নিয়ে আল-আকসা মসজিদের 'বাব আল মাগারিবা' গেইট দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং মুসলমানদের সামনে দিয়ে কিছু সময় মসজিদ প্রাঙ্গনে পায়চারি করতে থাকেন।
পবিত্র রমজান মাসে মসজিদে ইহুদিবাদী মন্ত্রীর অন্যায় প্রবেশে ক্ষুব্ধ হয়েছেন মুসল্লিরা। এছাড়া আজ ইসরাইলি সেনারা মসজিদের 'বাব আল রাহমা' গেইটের সামনের জয়তুন গাছ উপড়ে ফেলেছে।
ফিলিস্তিনের ওয়াক্ফ মন্ত্রণালয় ইহুদিবাদী মন্ত্রী ইউরি এরিয়েলের অন্যায় পদক্ষেপের নিন্দা জানিয়ে এ ধরণের তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। মসজিদসহ ইসলামি পবিত্র স্থানগুলো রক্ষায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ওই মন্ত্রণালয়।
একইসঙ্গে দখলদারদের মোকাবেলায় মসজিদকে সুরক্ষা দিতে মুসল্লিদেরকে ইতিকাফে বসার অনুরোধ করেছে তারা। পবিত্র রমজান শুরু হওয়ার পর থেকে বায়তুল মুকাদ্দাসে মুসলমানদের প্রবেশে কড়াকড়ি বাড়ানো হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।